• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৯:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫৯:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সাড়ে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।৩ নভেম্বর রোববার সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়।ঘাট কর্তৃপক্ষ জানায়, শনিবার মধ্যরাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোর ৪টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে চ্যালেনের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে ছোট-বড় ৪টি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে।ঘাটের এজিএম সালাম হোসেন গণমাধ্যমকে বলেন, কুয়াশার মাত্রা কেটে গেলে সাড়ে ৩ ঘণ্টা পর ফেরি স্বাভাবিক করা হয়েছে। ধীরে ধীরে যানজট স্বাভাবিক হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান