ফ্যাসিস্ট ও মানবতাবিরোধীদের বিচার বাংলাদেশে হতেই হবে
মানিকগঞ্জ প্রতিনিধি: ফ্যাসিস্ট ও মানবতাবিরোধীদের বিচার বাংলাদেশে হতেই হবে। যাতে পুরো পৃথিবী সঠিক বিচার দেখতে পারে। শহীদ মীর কাসেমর কবর জিয়ারত এসে তার ছোট ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এ কথা বলেন।২৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জে শহীদ মীর কাসেম আলী প্রতিষ্ঠিত মসজিদের পাশে বাবার কবর জিয়ারত করেন ব্যারিস্টার আরমান। আট বছর আয়নাঘরের নির্যাতন থেকে মুক্তি পাওয়ার পর প্রথম বারের মতো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা গ্রামে বাবার কবর জিয়ারত করেন ব্যারিস্টার আরমান।এ সময় আরমান বলেন, আয়নাঘরের যে নির্যাতন তার চেয়ে হয়তো মৃত্যু ভালো। কোনো মানুষ অন্য মানুষকে এমন নির্যাতন করতে পারে তা ভাবাও যায় না। আমি যতবার প্রশ্ন করেছি যে, কেন আমাকে আটকে রাখা হয়েছে, কী আমার অপরাধ? প্রতিবারই বলা হয়েছে ওপরের নির্দেশে আমরা কাজ করছি।পরে তিনি হরিরামপুরে তার বাবার প্রতিষ্ঠিত ইসলামিক টাস্ট্র ঘুরে দেখেন এবং টাস্ট্র কার্যালয় উদ্বোধন করেন।