সিরাজদিখানে ২শ’ পরিবারের মাঝে গরুর মাংস ও পোলার চাল বিতরণ
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানের নাইশিং সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় এলাকার নিম্ন আয়ের ২শ’ ৪২টি পরিবারের মাঝে ১ কেজি গরুর মাংস ও ১ কেজি করে পোলার চাল বিতরণ করা হয়।৩০ মার্চ রোববার রাত সাড়ে ১০টার দিকে সংগঠনের কার্যালয়ে দোয়া, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে রাতেই সংগঠনের সদস্যরা বাড়িতে বাড়িতে সামগ্রী পৌঁছে দেন।সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির শিকদারের সভাপতিত্বে ও সংগঠনের সহ সভাপতি ও ইউপি সদস্য মো. সায়েম শিকদারের উপস্থাপনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নাইশিং জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জাহিদুল ইসলাম, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান থানা বিএনপির সহ- কোষাধ্যক্ষ মীর আব্দুল গনি, ইসলামী আন্দোলন মালখানগর ইউনিয়ন শাখার সভাপতি মো. আক্কাস মিয়া, সংগঠনের উপদেষ্টা আব্দুল মতিন ছৈয়াল, আলি ইসলাম শেখ, ফ্রেন্ডস এসোসিয়েশনের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন মাঝিসহ নাইশিং সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।