‘রাজবাড়ীর সর্বত্র লেগেছে উন্নয়নের ছোঁয়া’
ফকির মিরাজ আলী শেখ, স্টাফ রিপোর্টার: একসময়ের সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা এখন পাল্টে গেছে। উন্নয়নের ছোয়া লেগেছে সর্বত্র। সরকার দীর্ঘ মেয়াদী উন্নয়ন পরিকল্পনার ফলে ৩ টি উপজেলার চিরচেনা রুপ এখন পরিবর্তন হয়েছে।৩ টি উপজেলার সর্বত্র পল্লী সড়ক উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, ব্রিজ-কালভার্ট, সাইক্লোন সেল্টার কাম বিদ্যালয় ভবন, মডেল মসজিদ, কলেজ, মন্দির, মাদ্রাসা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা কমপ্লেক্স ও ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা হয়েছে। হাট-বাজার উন্নয়ণ এবং ক্ষুদ্র পরিসরে পানিসম্পদ উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। ফলে কৃষি উৎপাদন, শিক্ষা-স্বাস্থ্য, দারিদ্রমুক্ত ও গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তণ হয়েছে। সচ্ছলতা এসেছে হতদরিদ্রদের মাঝে।৩ উপজেলা থেকে রাজবাড়ী-২ সংসদীয় আসনে পরপর ৪ বার নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। তিনি বলেন, দীর্ঘদিন অবহেলিত ছিলো পাংশা, কালুখালী, বালিয়াকান্দি উপজেলার কয়েক লক্ষ মানুষ। পূর্বে যারা এখানে নেতৃত্ব দিয়েছেন তারা স্থানীয়দের জন্য উল্লেখযোগ্য তেমন কিছুই করেননি। তাদের কাছথেকে সাধারণ মানুষ শুধু বঞ্চনার শিকার হয়েছেন। গত ১৪ বছরে এখানে শরু করা উন্নয়ন প্রকল্পগুলোর প্রায় ৮০ ভাগ কাজ শেষ হয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরাকার নিরলসভাবে জনগনের পাশে থেকে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। উপস্থিত সবার কাছে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করতে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।