হালিমা -খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ
শরীয়তপুর প্রতিনিধি: হালিমা-খালেক ফাউন্ডেশনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৯ এপ্রিল শনিবার সংগঠনের প্রধান কার্যালয়ে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।এসময় সংগঠনের সভাপতি হাবিবুর রহমান পলাশ, পরিচালক মাহবুবুর রহমান, হোসাইন ইসলাম জয়, আব্দুর রহমান ডালিম, নশাসন ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুজ্জামান হাওলাদার সহ অন্যরা এ উপহার সামগ্রী তুলে দেন।হালিমা খালেক ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান পলাশ বলেন, অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে কাজ করবে হালিমা-খালেক ফাউন্ডেশন। সংগঠনের পক্ষ থেকে নিয়মিতভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষা ও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া বিভিন্ন উৎসবের সময়ও সাধারণ মানুষের পাশে থাকে হালিমা খালেক ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় এবারে ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।অল্প সময়ের মধ্যেই আই ক্যাম্পসহ বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়ে কাজ করবে হালিমা- খালেক ফাউন্ডেশন বলেও জানান সংগঠনের সভাপতি হাবিবুর রহমান পলাশ।