• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৪৬:৫০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৪৬:৫০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

দাউদকান্দিতে শিশুকে ধর্ষণ চেষ্টায় ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দিতে চকলেট দেখিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভারতীয় এক নাগরিককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।২০ মার্চ বৃহস্পতিবার উপজেলার ইলিয়াগঞ্জ উত্তর ইউনিয়নের রায়পুর সিংগুলা গ্রামের মোস্তফার ভাড়া বাসায় সকাল ৭ টার দিকে এই ঘটনা ঘটে।অভিযুক্ত ওই ভারতীয় নাগরিকের নাম তাজিনদার সিং (৫০)। তিনি ভারতের লদিহানা পাঞ্জাব চন্টিগর জেলার বাসিপাঠানা গ্রামের পাল সিং এর পুত্র।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক। তাজিনদার সিং দীর্ঘদিন যাবত দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর এলাকায় এগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করছেন। সেই সুবাদে সিংগুলা গ্রামের মুস্তাফার ভাড়া দেয়া মা মঞ্জিলে একটি রুম নিয়ে ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকালে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে তার রুমে নিয়ে যায়। ঘরে নিয়ে স্পর্শকাতর জায়গায় হাত দেয়। এ সময় অপর আরেকটি শিশু তা দেখে ওই শিশুটির মাকে খবর দেয়। শিশুটি মায়ের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত তাজিনদার সিং কে গণপিটুনি দিয়ে ঘরে আটক করে রাখে।বিষয়টি গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ মো. আমিনুল ইসলামকে জানালে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অভিযুক্তকে ওই বাড়ি থেকে আটক করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিং কে আটক করে থানায় নিয়ে এসেছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান