ধর্ষণের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা প্রতিনিধি: সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।১০ মার্চ সোমবার কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করেন। এই কর্মসূচিতে অংশ নেন কুমিল্লা মর্ডান হাই স্কুল, কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘আমি কে তুমি কে, আছিয়া আছিয়া’, ‘ধর্ষকের সাজা একটাই, মৃত্যু ছাড়া কথা নাই’, ‘ডিজিটাল বাংলাদেশ চাই না, নিরাপদ বাংলাদেশ চাই’, ‘ধর্ষক সমাজের ঘুন পোকা আর ধর্ষণ হলো ব্যাধি’, ‘ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়’।