• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩৬:৫৯ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩৬:৫৯ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

আখাউড়ায় ৫০০ কৃষক পাচ্ছে আউশ ধানের বীজ-সার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২৪ মার্চ সোমবার বেলা ৩টায় উপজেলা পরিষদ চত্বরে উপকারভোগী কৃষকের হাতে এসব কৃষি উপকরণ হস্তান্তর করা হয়।২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হচ্ছে।বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান ও দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আয়েত আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কৃষি অফিস সূত্রে জানা গেছে, আখাউড়ায় পৌরসভায় ২০ জন, উত্তর ইউনিয়নে ৪০ জন, দক্ষিণ ইউনিয়নে ১৬০ জন, মোগড়া ইউনিয়নে ১২০ ও মনিয়ন্দ ইউনিয়নে ১৫০ জন এবং ধরখার ইউনিয়নে ১০ জন কৃষককে বিনামূল্যের সার ও বীজ দেওয়া হচ্ছ। প্রত্যেক কৃষককে ৫ কেজি উন্নত জাতের উফশী বীজের সাথে ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান