ব্রাহ্মণবাড়িয়া নতুন বাস চালু হওয়ায় জনমনে স্বস্তি
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর টু রাধিকা হয়ে জেলা সদরে আসার সদ্য নির্মিত ২৪ কি.মি. রাস্তায় মোটেই কোনো নিয়মের তোয়াক্কা করছেনা সিএনজি চালকেরা। এতটুকু রাস্তা যাতায়াতের জন্য যাত্রীদের কাছ থেকে ১২০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া সন্ধ্যা না হতেই কখনও কখনও ১৫০-১৬০ টাকাও আদায় করার অভিযোগ রয়েছে সিএনজি চালকদের বিরুদ্ধে।এই সমস্যা নিরসনে ২৯ মার্চ শনিবার থেকে নবীনগর টু জেলা সদর পর্যন্ত দিগন্ত নামে একটি পাবলিক বাস চালু করা হলো। এতে সিএনজি চালকদের বাড়তি ভাড়া থেকে রেহাই পেলো যাত্রীরা। জনমনে ফিরেছে স্বস্তি।যাত্রীদের অভিযোগ, রাধিকা হতে জেলা সদর পর্যন্ত ২৪ কি.মি. রাস্তায় অনিয়মের বিরুদ্ধে কোন এক অদৃশ্য শক্তির কাছে প্রশাসনও হাড় মানছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী যোগদানের পরপরই এই রাস্তার ভাড়া বিষয়ক নানা কর্মসূচি হাতে নেয়ার পরও আচমকা কেন তা মিলিয়ে গেল? কাজের কাজ কিছুই হয়নি, শুধু কথার ফুলঝুড়ি। তবে নতুন বাস চালু হওয়ায় আমরা ন্যায্য ভাড়ায় যাতায়াত করতে পারবো বলে আশা করছি।রাজীব চৌধুরীর বলেন, আমি আমার সক্ষমতার আলোকে যাত্রীদের ভাড়া বিষয়ক অভিযোগ নিয়ে কাজ করছি। চট করে কোনো কিছুই সম্ভব নয়! আমাকে সময় দিতে হবে।তিনি আরও বলেন, নবীনগর-বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া সদর পাবলিক বাস সার্ভিস চালু করা হলো। নবীনগর-বাসীর জন্য এটি ঈদ উপহার।এদিকে, ভুক্তভোগীরা জেলার সাথে সংযুক্ত সড়ক গুলোতে যেমন: নবীনগর থেকে কোম্পানিগঞ্জ, বাঞ্ছারামপুর, ফেরীঘাট, ইত্যাদিতেও পরিবর্তন আনা দরকার বলে মনে করেন।