• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৭:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪৭:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

হাসপাতালে শয্যা সংকট, মেঝেতেও হচ্ছে না ঠাঁই

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে গিয়ে দেখা গেছে করুণ চিত্র। শয্যা সংখ্যার চেয়ে ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুণ হওয়ায় ঠাঁই হচ্ছে না মেঝেতেও।হাসপাতালের শয্যা সংখ্যা ৫০টি হলেও এখানে প্রতিদিন ৯০ থেকে ১০০ জন, কোনো কোনো দিন তার চেয়েও বেশি রোগীকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। চিকিৎস ও নার্স ও অন্যান্য জনবল সংকট থাকার কারণে রোগীদের চিকিৎসা সেবা দিতে ডাক্তাদের হিমশিম খেতে হচ্ছে।জানা গেছে, হাসপাতালে বয়স্কদের তুলনা শিশু রোগীর সংখ্যা অনেক বেশি। জনবল সংকটসহ নানা সমস্যা থাকার পরও হাসপাতালের চিকিৎসা সেবার মান ভালো হওয়ায় শুধু নাসিরনগর নয়, পার্শ্ববর্তী সরাইল, মাধবপুর, লাখাই, অষ্টগ্রাম থেকেও অনেক রোগী এখানে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন।আউটডোরে সব চেয়ে বেশি রোগীর চাপ সহ্য করতে হয় বলে জানান আরএমও ডাক্তার মো. সাইফুল ইসলাম। তিনি আরও জানান, ঘন ঘন লোডশেডিং আর অতিরিক্ত গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বয়স্কদের তুলনায় শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে বেশি।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরকল্পনা ডাক্তার অভিজিৎ রায় জানান, হাসপাতালে রোগীর চাপ বেশি। তাই চিকিৎসা দিতে ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান