বিজয়নগরে নিজের দোষ স্বীকার করে প্রধান শিক্ষকের পদত্যাগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের দোষ স্বীকার করে পদত্যাগ করেছেন এক প্রধান শিক্ষক। দ্বায়িত্ব পালনকালে নানা অনিয়মের কথা স্বীকার করে পদত্যাগ করেন তিনি। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ আহমেদের বিরুদ্ধে স্থানীয়রা নানা অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগ দাবি করেন।এলাকাবাসী অভিযোগ করেন, চতুর্থ শ্রেণীর ৪ জন কর্মচারী নিয়োগে তিনি ১০ লাখ ৮ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। বিদ্যালয়ের বালু বিক্রি করে ১৫ লাখ টাকা, বিদ্যালয়ের ঘর বিক্রয় ও বই ক্রয়ের নামে ২ লাখ টাকা আত্মসাৎসহ বিভিন্ন ভুয়া ভাউচারে প্রায় ৫৬ লাখ টাকা আত্মসাৎ করেন।নিয়োগপ্রাপ্ত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ঘুষ প্রদানের স্বীকার করেন এবং অন্য অভিযোগগুলো প্রমাণিত হলে এলাকাবাসীর সামনে তিনি পদত্যাপত্রে স্বাক্ষর করে বিদ্যালয় থেকে বের হয়ে যান।এ সময় বিদ্যালয়ের দাতা সদস্য মুঞ্জুর আলী মেম্বারের সভাপতিত্বে ও দাতা সদস্য এবিএম মাছুম রেজা, হৃদয় আহমেদ জালাল, পত্তন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দারু মিয়া, ইব্রাহিম মিয়া, মো. হারুন অর রশীদসহ এলাকার বিভি্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।