• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।২০ নভেম্বর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ১১ হাজার ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল হাসান, কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হক, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি আতাউল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুল ইসলাম, ওসমান গনিসহ আরো অনেকে।  আলোচনা শেষে ৯ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ৫ কেজি বোরো উফসী ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার ও ২ হাজার ৩০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, কৃষক ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান