মতলবে অগ্নিকাণ্ডে ১২ প্রতিষ্ঠান পুড়ে ছাই, কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।২১ ফেব্রুয়ারি শুক্রবার ভোরে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর চারটার দিকে আবদুল বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মসজিদের মাইকে এলাকাবাসীকে ডাকে। এসময় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আবদুল বাতেনের চায়ের দোকান, নুরু বকাউলের ভাতের হোটেল, আনাছের মিষ্টির দোকান, আলী আহমেদের ফলের দোকান, হেলালের মুদি দোকান, হাশিম স্টোর-কসমেটিকস, নয়নের মিষ্টির দোকান, শরীফের মোবাইলের দোকান, সাজুর পানের দোকান ও নুরুর ফলের দোকানসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান।মতলব দক্ষিণের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করছেন, এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন।