সেনবাগে ফিলিস্তিনি ও ভারতের মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যা ও ভারতের নাগপুর মুসলমানদের নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।২১ মার্চ শুক্রবার বাদ জুম্ম সেনবাগ পৌর শহরে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এরআগে জুম্মার নামাজ শেষে পৌলশহরের বিভিন্ন মসজিদ থেকে আলেম ওলামা সর্বস্তরের মুসল্লিরা বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল সহকারে মেনবাগ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে জড়ো হয়। এরপর শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষণ শেষে জেলা পরিষদ মার্কেটে গিয়ে প্রতিবার সভা করে।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ওলামা মাশায়েক আইম্মা পরিষদের সভাপতি মাওলা মা মুফতী মোহাম্মদ উল্লাহ যোবায়ের, সেক্রেটারি মাওলানা রহিম উল্লা বশিরী প্রমুখ