চাটখিলে প্রতিপক্ষের হামলায় আহত তিন
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিলে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন।৩ মার্চ সোমবার দুপুর ২টার দিকে চাটখিল থানার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রাম এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন জালাল আহমেদ (৬৩), খালেদ সাইফুল্লাহ (১৫), রিনা আক্তার (৪০)।সরে জমিনে গিয়ে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিঠু, রাজু ও নাসিমার নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জন লোক লাঠিসোটা, দা-বটি নিয়ে এ হামলার ঘটনা ঘটায়।গুরুতর আহতদের চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জালাল আহমেদ বলেন, মিঠু, রাজু ও নাসিমার নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জন লোক লাঠিসোটা, দা-বটি নিয়ে আমাদের উপর হামলা করে গুরুতর আহত করে। এ ব্যাপারে চাটখিল থানায় মামলা প্রক্রিয়া দিন জানিয়ে আহত জালাল আহমেদ বলেন, আমরা দোষীদের শাস্তি চাই।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ চৌধুরী বলেন, এই রকম অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য পুলিশ পাঠানো হয়েছে।