• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৪:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৪:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে ফসলি জমি দখল করে ইটভাটা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে ফসলি জমি দখল করে একতা ব্রিক ফিল্ড নির্মাণ ও জমিনের মালিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মালিক পক্ষ ও এলাকাবাসী।১২ নভেম্বর মঙ্গলবার জমির মালিক ও এলাকাবাসী ভুঁইয়ার হাট বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে পরে বিক্ষোভ মিছিলসহ একতা ব্রিক ফিল্ডের সামনে আবারও জড়ো হয়ে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ করে।এসময় বক্তারা বলেন, একতা ব্রিক ফিল্ডের মালিক জোরপূর্বক ফসলি জমি দখল করে ইটভাটা নির্মাণ করায় এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ দেখা দিয়েছে।দীর্ঘদিন যাবত জমির মালিকরা প্রতিবাদ করে আসলেও তাদের প্রাণনাশের হুমকি দেয়া হয়। তারা আরও দাবি করেন, ব্রিকটির পরিবেশ ছাড়পত্র নেই। তারা এ অবৈধ ইটভাটা বন্ধ করে প্রকৃত মালিকদের জমি ফেরত দেয়ার দাবি জানান।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান