• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৫:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩৫:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

রাঙামাটি জেলা পরিষদের সদস্য হলেন হত্যা মামলার পলাতক আসামী

রাঙামাটি প্রতিনিধি: শুরুতেই বিতর্কের মুখে পড়েছে নবগঠিত পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ। হত্যা মামলার এজাহারভুক্ত ও চার্জশিটভুক্ত আসামীকে জেলা পরিষদের সদস্য বানিয়ে এই নতুন বিতর্কের সৃষ্টি করা হয়েছে।গত ৭ নভেম্বর অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠন হওয়ার পর অভিযোগ উঠেছে ১৫ সদস্য বিশিষ্ট এ পরিষদের রাঙামাটি জেলার জনগুরুত্বপূর্ণ কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলাসহ চারটি উপজেলা থেকে কোনো প্রার্থীকেই রাখা হয়নি। এ নিয়ে এসব উপজেলার জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।অন্যদিকে পুনর্গঠিত পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসা হত্যা মামলার আসামী। তিনি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের ননি পুতুল খীসার ছেলে ।তিনি বুড়িঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ছিলেন। তিনি হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা জিআর নং ৩১৯/২০১৮ রাঙামাটির আদালতে বিচারাধীন রয়েছে।মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৭ অক্টোবর নানিয়ারচর বাজার সংলগ্ন বিহার পাড়া এলাকায় শান্ত ওরফে শান্তি চাকমা নামে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের এক সদস্য দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এ ঘটনায় ২০ অক্টোবর নিহতের স্ত্রী রিপনা চাকমা বাদী হয়ে নানিয়ারচর থানায় হত্যা মামলা দায়ের করেন।এ মামলায় ২৯ জন আসামীর তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। পরে পেনাল কোডের ৩০২/৩৪ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হওয়ায় আসামীদের বিরুদ্ধে রাঙামাটির আদালতে নানিয়ারচর থানার অভিযোগ পত্র নং-০৬/২০২০, তারিখ-২৫/০৬/২০২০,ধারা-৩০২/৩৪ দাখিল করা হয়।বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির বিশিষ্ট আইনজীবী রাজীব চাকমা বলেন, সদ্য নিয়োগ পাওয়া অন্তর্বর্তী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রনতি রঞ্জন খীসার নাম ওই মামলার আসামীর তালিকায় রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।এ ব্যাপারে ফোনে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে প্রনতি রঞ্জন খীসা বলেন, মামলাটির আসামীর তালিকায় তার নাম ছিল। কিন্তু এতে তার বিরুদ্ধে অসত্য অভিযোগ করায় পরে বাদীর সঙ্গে তার আপোস হয়েছিল।এই মামলার ব্যাপারে জানতে চাইলে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজির আলম জানান, নানিয়ারচর থানায় ২৯ জন আসামীর তালিকায় প্রনতি রঞ্জন খীসার নাম রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। শুনে,ছি তিনি সদ্য জেলা পরিষদ সদস্য হিসেবে যোগদান করেছেন। ভালো করে কাগজপত্র দেখে বিহীত ব্যবস্থা গ্রহণ করবো।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান