রাঙামাটিতে দুই ভারতীয় নাগরিক আটক
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বরকলের ছোটহরিণা বাজার এলাকা থেকে অনুপ্রবেশের অপরাধে দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।২৬ মার্চ বুধবার দুপুরে বরকলের ছোটহরিণা ব্যাটালিয়নের হাবিলদার ভবেশ কুমার সুশীলের নেতৃত্বে একটি টহল দল তাদের আটক করে।বরকল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলু এ তথ্য নিশ্চিত করেছেন।আটক দু’জন হলো, জ্ঞান রঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)।পুলিশ ও বিজিবি জানিয়েছে, তারা দু’জন সন্দেজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা উভয়ই ভারতীয় নাগরিক। তাদের কাছে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।মোহাম্মদ কায় কিসলু জানান. তারা ছোটহরিণা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করে বিভিন্ন মালপত্র কিনে ভারতে পাচারের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছিলেন। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশের দায়ে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে।