• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩২:০৫ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩২:০৫ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটির সাজেকে আগুনে পুড়ে জুমচাষীর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ে জুমের আগুনে দগ্ধ হয়ে তুহিন ত্রিপুরা (৪০) নামে এক জুমচাষী খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।২৫ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলার সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  স্থানীয়রা জানায়, সাজেক পর্যটন কেন্দ্রের পাশে পাহাড়ে জুমে আগুন দেয় তুহিন ত্রিপুরা। এ সময় তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়ে দ্রুত পাহাড়ের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে আগুনের মাঝে আটকা পড়েন তুহিন ত্রিপুরা। আগুনে তার শরীরের ষাট শতাংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধারে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে দিঘিনালা ও পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানেই সন্ধ্যা ৭ ঘটিকায় তার মৃত্যু হয়েছে।বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার ও থানার ওসি হুমায়ূন কবির তুহিন ত্রিপুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে বেপরোয়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ডাকে বিজিবি। পরে দিঘিনালা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে বিজিবি সদস্যদের সাথে যোগ দেয়। কিন্তু প্রয়োজনীয় সরঞ্জাম ও পানি সংকটের ফলে আগুন নিয়ন্ত্রনে আনতে অনেক সময় লাগে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান