বান্দরবানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের আলীকদমে ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ১৮ জানুয়ারি শনিবার দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউপির তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।স্থানীয়রা জানান, আলিকদম থেকে দুটি ট্রাক প্রতিযোগিতা দিয়ে বেপরোয়া গতিতে লামা উপজেলার দিকে যাচ্ছিল। এসময় তারাবুনিয়া এলাকায় পৌঁছালে কক্সবাজার ট্রাকটি বিপরীত দিকগামী তিন মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়।আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা জহির উদ্দীন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।