• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩২:০৫ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩২:০৫ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

৩ ভাইয়ের ছুরিকাঘাতে অটোচালক খুন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের পাহাড়তলীতে কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে অটোচালক মুজিবুর রহমান (৩৭) নিহত হয়েছেন।১৬ মার্চ রোববার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়তলী বাজারে এই ঘটনা ঘটে।নিহত মুজিবুর রহমান স্থানীয় হালিমা পাড়া এলাকার মৃত আবদুর জলিলের পুত্র।কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান ঘটনাটি নিশ্চিত করেছেন।নিহতের ভাই তানভীর অভিযোগ করেন, পাহাড়তলীর একটি গ্যারেজে ইজিবাইক সংক্রান্ত দ্বন্দ্ব নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার মো. হোছনের পুত্র গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এসময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে গোলাম মোস্তফা ও তার দুই ভাই। এতে গুরুতর আহত অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি মো. ইলিয়াস খান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান