• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫২:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫২:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় স্থানীয় ছেলেদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর পক্ষের আহত হয়েছেন আরও ২ জন।২২ সেপ্টেম্বর রোববার দুপুরে পাবনার  সাঁথিয়া থানাধীন গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার ছাতকবরাট গ্রামের শাহাদতের ২৭ বছর বয়সী ছেলে আরিফুল ইসলাম।সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে সাঁথিয়ার গোপালপুর গ্রাম এবং আমিনপুর থানার দ্বারিয়াপুর গ্রামের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষকে কেন্দ্র করেই রোববার দুপুরে সাঁথিয়ার ছাতক বরাট গ্রামের আরিফুল ইসলামকে গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাত ৮টার দিকে সে মারা যায়। সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।এদিকে আরিফুলের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোক বিরাজ করছে । সেই সাথে তদন্ত সাপেক্ষে হত্যার উপযুক্ত বিচার দাবি করেছেন তারা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান