• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১৪:৪৭ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১৪:৪৭ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

পাবনায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবসহ দু’জনকে  গ্রেফতার করেছে করেছে পুলিশ। ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। ওহাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা সদরের মথুরাপুর দোপপাড়ার এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেফতার করা হয়।এর আগে গত ২ ফেব্রুয়ারি রোববার বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাবকে গ্রেফতার করে পুলিশ। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থক স্থানীয় নেতাকর্মীরা।এ ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৫ জন নামীয় ও দুই থেকে তিনশ’ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতেই যৌথবাহিনীর অভিযানে এক নারীসহ ১১ জনকে এ মামলায় গ্রেফতার করে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান