রাজশাহীতে হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে হত্যা মামলার আসামী ও বিদেশী পিস্তলসহ ২ জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর আভিযানিক দল।১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর বাঘা উপজেলার রুস্তমপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার আসামিরা হলো- মৃত জামাল উদ্দিনের ছেলে মো. তরিকুল (২৫) ও মো. মকিমের ছেলে সেলিম রেজা (২৬)। তারা উভয় বাঘার হরিরামপুর গ্রামের স্থায়ী বাসীন্দা।অভিযানে আসামিদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে র্যাব। অপরজন চাঞ্চল্যকর হত্যা মামলার মূল হোতা। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বাঘা থানায় মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-।একই দিন দুপুরে মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া নামক এলাকায় অপারেশন পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা আরিফ (২২) কে আটক করে র্যাব সদস্যরা।এরআগে ১৫ সোমবার জুলাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় সংক্রান্ত দ্বন্দ্বে আরিফ ভিকটিম নুরুল ইসলামকে ধারালো হাসুয়া দিয়ে হত্যা করে তৎক্ষণাৎ পালিয়ে যায়। আসামী আরিফ ও নিহত ভিকটিম নুরুল ইসলাম একই এলাকার প্রতিবেশী। গ্রেফতার ব্যক্তি দামকুড়া থানাধীন মুরারীপুর এলাকার মো. মজিজুল ইসলাম তোতার ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।