জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে: জামায়াত সেক্রেটারি
বাগেরহাট প্রতিনিধি: আগামী নির্বাচনে দেশ থেকে ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে কবর দিতে হবে। এর জন্য প্রয়োজন ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যমত্যে পৌঁছাতে হবে। এখন জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই। পুলিশ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সংস্কার করে জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদের কবর রচনা করতে হবে এই মাটিতে। দেড় যুগ পরে প্রকাশ্যে বাগেরহাট জেলা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলনে দলের সেক্রেটারি জেলারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার দলীয় নেতা কর্মীদের প্রতি এই আহবান জানান।বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করীমের সভাপতিত্বে জুময়াবার সকালে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুহাদ্দিস আব্দুল খালেক, মাও আবুল কালাম আজাদ, মাষ্টার শফিকুল আলম, অধ্যক্ষ মাও মশিউর রহমান, শেখ মুহাম্মদ ইউনুস, এ্যাড মাও আব্দুল ওয়াদূদ, মঞ্জুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলিম প্রমুখ।প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সমাজ পরিবর্তনের মহান দায়িত্ব নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কাজ করতে হবে। আগামী নির্বাচন হবে জামায়াত কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। দেশের ছাত্র-জনতার যে আত্মত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদের হাত থেকে রক্ষা পেয়েছে। সে ফ্যাসিবাদ মুক্ত দেশের বিনির্মাণ ও দৃঢ় রাখার জন্য প্রয়োজন জাতীয় ঐক্য।উপদেষ্টা পরিষদের নিয়োগের ব্যাপারে গোলাম পরওয়ার বলেন, গণ আকাঙ্ক্ষার চাহিদা অনুযায়ী আপনাদের সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। তাই গণ আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। আলেম-ওলামাদের বিপক্ষে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের সহযোগীদের উপদেষ্টা পরিষদে স্থান না দেওয়ার জন্য তিনি সরকার প্রধানের নিকট দাবি জানান।