বাগেরহাটে ব্রিজ নির্মাণ কাজে ছাত্রদলের বাধা, চাঁদা দাবির অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় বাঁধাল ইউনিয়নের শাখারীকাঠি এলাকায় ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে মৃত মোতালেব শেখের ছেলে রাসেল শেখ (২৭) এর নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ১৭ জানুয়ারি শুক্রবার সকালে এর প্রতিবাদ জানিয়ে বাঁধাল ইউনিয়নের সাধারণ জনতাকে সাথে নিয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ (শাখারীকাঠি-মসনি) সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন।মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করে বলেন, ২/৩ দিন ধরে ছাত্রদল নেতা রাসেল শেখ (২৭) ও তার সাথে থাকা ১০ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে দেশীয় অস্ত্র দেখিয়ে রাতে শ্রমিকদের হুমকি দেয়। এক পর্যায়ে তাদের কাছ থেকে নাম্বার সংগ্রহ করে সাব কন্ট্রাকটর শেখ তান্জুকে মোবাইল কলে কাজ বন্ধ করার হুমকি দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে সাধারণ জনতার মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় আব্দুল মান্নান শেখ বলেন, মাঝে মধ্যে আমাদের বিভিন্ন জায়গায় উন্নয়ন কাজে বাধাগ্রস্ত করছে রাসেল। তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। এভাবে সরকারি বেসরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান করলে বা সাধারণ জনগণের জীবন যাত্রায় সমস্যা তৈরি করলে এলাকাবাসী তাদের ছাড়বে না। রাসেলসহ সাঙ্গদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি।সাব-কন্ট্রাক্টার শেখ তান্জু বলেন, রাসেল ২/৩ দিন আগে আমার কাজের স্থানে ১৪/১৫ জন লোক নিয়ে এসে মিস্ত্রিদের হুমকি দেয় কাজ বন্ধ করে দেওয়ার জন্য। পরবর্তীতে আবারও আমার শ্রমিকদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে কাজ বন্ধ করার জন্য হুমকি দেয়। এক পর্যায়ে আমার সাথে কথা বলে মীমাংসা করার জন্য ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এখন আমার শ্রমিক শ্রেণী কাজ করতে ভয় পাচ্ছে।এছাড়া এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাসেলকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে রাসেল শেখ বলেন, আমি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। আমার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা অপবাদ রটাচ্ছে।