মেহেরপুরে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
মেহেরপুর প্রতিনিধি: গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলামকে (৪৪)আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প। ১৭ নভেম্বর রোববার দিবাগত মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মফিজুর রহমান মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের আওলাদ হোসেনের ছেলে।মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীরা দেশি ও বিদেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে ওই মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।মেহেরপুর র্যাব-১২, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম জানান, শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলায় এজাহার নামীয় পলাতক আসামি ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলামকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মফিজুল ইসলামকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।