মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে ৩ অস্ত্র ব্যবসায়ী আটক
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দায়িরয়াপুর গ্রাম থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি নাইন এমএম পিস্তল।আটকরা হলেন- দারিয়াপুর গ্রামের মহসিন আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭), কাউছার আলীর ছেলে এনামুল হক (২৮) এবং মিন্টু শেখের ছেলে সাইফুল ইসলাম (২৬)।যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, অস্ত্র ব্যবসার গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি বিশেষ অভিযান দল তাদেরকে গেল রাতে আটক করে। মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার তুফানের ছেলে আলিফের কাছে তারা অস্ত্র বিক্রি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এর প্রেক্ষিতে ওই তিনজনকে নিয়ে ২৩ অক্টোবর বুধবার ভোরে স্টেডিয়াম পাড়ায় অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে আলিফের সন্ধান না মিললেও অস্ত্রের সন্ধান মেলে। বাবলু নামের এক ব্যক্তির বাড়ির পাশে মাটির নিচে তারা অস্ত্রটি পুঁতে রেখেছিল। সেখানে মাটি খুড়ে পলিথিন মোড়ানো অবস্থায় ম্যাগাজিনসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করতে সক্ষম হন যৌথবাহিনীর সদস্যরা।উদ্ধার হওয়া অত্যাধুনিক নাইন এমএম পিস্তলটি ইতালির তৈরি বলে জানা গেছে। আটক তিন জনের নামে অস্ত্র মামলা দিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে জানিয়েছে পুলিশ।