কেশবপুরে নৌকার অফিসে অগ্নিসংযোগ
যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোরের কেশবপুরে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সহকারী রিটার্নিং অফিসার ও থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন।২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কারা অগ্নিসংযোগ করে অফিসটি পুড়িয়ে দেয়। এর আগে বৃহস্পতিবার রাতে নির্বাচনী কার্যক্রম পরিচালনার পর নির্বাচনী অফিস বন্ধ করে বাড়িতে যান নেতাকর্মীরা।খবর পেয়ে ২৯ ডিসেম্বর শুক্রবার সকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন ও থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, কেশবপুর পৌরসভার ৩ নম্বর বায়সা ওয়ার্ডে বায়সা নুরপুর গ্রামে নৌকা প্রতীকের অফিস করে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।এ ব্যাপারে কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নৌকা প্রতীকের কর্মী মঞ্জুয়ারা খাতুন বায়সা এলাকায় গণসংযোগ করতে যান। এসময় স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলামের নির্বাচনী সমন্বয়কারী কবীর হোসেন তাকে হুমকি দেয়।এর ২ দিন পরেই ওই অফিসে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পৌর কাউন্সিলর কবীর হোসেন, তার পিতা দবির হোসেন, টিপু, মুনতাসিরসহ আরও কয়েক জনের নামে থানায় অভিযোগ করা হয়েছে।কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।