সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, লোকালয়ে ঢুকছে পানি
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর ২শ’ মিটার বেড়িবাঁধে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে।৩১ মার্চ সোমবার সকাল ৮টার দিকে ঈদ জামায়াতের সময় এই ঘটনা ঘটে। প্রবল জোয়ারের চাপে এই ভাঙন দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা।আনুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, ঈদ জামায়াত চলাকালীন সময়ে বিছট প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমপাশে খোলপেটুয়া নদীর দুইশো ফুট বাঁধে আকষ্মিক ভাঙন দেখা দেয়। আশপাশের ১০-১২ টি ঈদগাহের মুসল্লিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। একাধারে তিন ঘন্টা চেষ্টা করেও ১শ’ ফুট বাঁধভাঙন রোধ চেষ্টা করা সম্ভব হয়নি। সম্পূর্ণ চলে যায় নদীগর্ভে। লোকালে পানি প্রবেশ করছে। দ্রুত বাঁধ মেরামত করা নাহলে বিছট, বল্লপপুর, আনুলিয়া, কাশবাশিয়া, চেচুয়া, গদাইপুর গ্রাম প্লাবিত হওয়ার আংশকা দেখা দিয়েছে।তিনি বলেন, ঈদের ছুটিতে পুলিশ ছাড়া আর কাউকে আমরা পাশে পাইনি। ঘটনাস্থলে পুলিশে এসেছে। ইউএনও, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ২’র নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগ করলে বরাবরের মতো এবারও ফোন রিসিভ করেননি।সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, বাঁধ মেরামতে ব্যবস্থা নেয়া হচ্ছে।