• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪০:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৪০:৪০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

দাকোপে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ২

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ২টি এক নলা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজসহ কুখ্যাত ডাকাত আসাবুর ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।১২ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. শামসুল আরেফীন এ তথ্য নিশ্চিত করেছেন।  বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে উক্ত এলাকা হতে মোস্ট ওয়ান্টেড ও দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) ২টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। গ্রেফতাররা খুলনা জেলার দাকোপ থানাধীন সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় ১টি অবৈধ অস্ত্র মামলা ও ২টি ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান