• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১৪:৪৭ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১৪:৪৭ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

মৌলভীবাজারে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল সিন্দুরখান চা বাগানে চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সুবিধাবঞ্চিত এই মানুষদের পাশে দাঁড়িয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম সামাজিক সংগঠন ‘নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব’।২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়োজনে, নর্থ সাউথ ইউনিভার্সিটি সোস্যাল সার্ভিসেস ক্লাবের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ১ হাজার চা শ্রমিক পরিবারের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের ফ্যাকাল্টি এডভাইসর মেজবাহ উল হাসান চৌধুরীসহ নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা।আয়োজকরা জানান, শীতবস্ত্র বিতরণের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের কাছ থেকে অর্থ ও শীতবস্ত্র সংগ্রহ করে, পরবর্তীতে সংগৃহীত শীতবস্ত্র শ্রীমঙ্গলে দরিদ্র চা শ্রমিকের মাঝে বিতরণ করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান