• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১৭:০৭ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:১৭:০৭ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

দোয়ারাবাজারে ভারতীয় চিনি ও টমটমসহ চোরাকারবারি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৩৫ বস্তা ভারতীয় চিনি ও বহনকারী একটি টমটমসহ (অটোরিকশা) মতিউর রহমান (৫০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।২১ মার্চ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার বগুলা বাজারস্থ মতির পয়েন্টে চিনিসহ তাকে আটক করা হয়। আটক মতিউর উপজেলার বগুলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, মতিউরের দোকান থেকে ২৪ বস্তা এবং তার দোকানের সামনে একটি টমটম থেকে ১১ বস্তাসহ মোট ৩৫ বস্তায় মোট ১ হাজার ৭শ' ৫০ কেজি ভারতীয় চিনি ও ওই টমটমসহ চোরাকারবারি মতিউর রহমানকে আটক করা হয়। আটককৃত চিনির বর্তমান বাজার মূল্য ১লাখ ৭৫ হাজার টাকা। দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হকের নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযানে অংশ নেন এস আই মোহন রায় ও এ এস আই আশরাফ খান।দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, মালামাল জব্দ করে আসামি মতিউরের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান