ধর্মপাশায় ভারতীয় গরুর চালানসহ ৫ চোরাকারবারি আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতীয় গবাধিপশুর (গরু) চালানসহ পাঁচ চোরকারবারিকে আটক করেছে পুলিশ। ৯ ফেব্রুয়ারি রোববার ভোররাতে ৪টি পিক আপ বোঝাই ১৯টি গরুসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন- ধর্মপাশা থানার পাশের মধ্যনগর থানার আলীয়ারপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে রাকিব, বলরামপুর গ্রামের নয়ন মিয়ার ছেলে ফাহিম, একই গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নেত্রকোণা জেলার বারহাট্রা থানার আলুকদিয়া গ্রামের মৃত ভাগু মিয়ার ছেলে রাতুল মিয়া ও ছয়হাল গ্রামের রুহুল আমিনের ছেলে মাসুদ খান।সোমবার ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি জানান, মধ্যনগর থানা পাশ্ববর্তী ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার পাইকুরাটি এলাকা থেকে ওই পাঁচ চোরাকারবারির হেফাজত থেকে ৪টি পিআপ বোঝাই ১৯টি ভারতীয় চোরাচালানের গবাধিপশু (গরু) জব্দ করা হয়।