হবিগঞ্জে বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুড়াসহ ৪ গ্রামের অপরাধ দমন কমিটির স্বেচ্ছাসেবকরা বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী ও অটোরিক্সা চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ সময় আটকদের কাছ থেকে ৬৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ১৫ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- বানিয়াচং উপজেলার বাজুকা গ্রামের পতিকী রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬) ও অটোরিক্সা চালক হবিগঞ্জ শহরতলীর উমেদনগরের মরহুম দরবেশ আলীর ছেলে আবুল কালাম (৪০)।পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১২টার দিকে সিলেটের তারেক নামে এক মাদক ব্যবসায়ী বালু বোঝাই ট্রাক্টরের করে বিদেশি ব্যান্ডের মদগুলো আলমপুর এলাকায় আটক মাদক ব্যবসায়ী প্রসেনজিতের কাছে দিয়ে যান। প্রসেজিৎ সেখান মদগুলো আবুল কালাম অটোরিক্সায় উঠিয়ে নাগুরা সড়ক হয়ে আতুকুড়া দিয়ে আসছিলেন। পথি মধ্যে আতুকুড়া গ্রামে চুরি, জুয়া,ডাকাতি, মাদক সেবন, মাদক ব্যবসা ও অবৈধ কার্যকলাপ প্রতিরোধ কমিটির স্বেচ্ছাসেবকরা তাদের আটক করে তল্লাশি করে তাদের কাছে উল্লিখিত মদের বোতলগুলো পান।বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার এসআই মোহাম্মদ মোস্তফা মিয়া জানান, আটকদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জব্দকৃত মদের প্রকৃত মালিক মাদক ব্যবসায়ী উত্তম দাশকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।