• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:০৪:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:০৪:০৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

প্রার্থীর কাছ থেকে টাকা গ্রহণ করায় প্রিজাইডিং অফিসারসহ তিন জন আটক

বরিশাল ব্যুরো: বরিশালে অনৈতিক কাজের জন্য প্রার্থীর পক্ষে টাকা গ্রহণ করায় প্রিজাইডিং অফিসার সোনালী ব্যাংক গৌরনদী শাখার ম্যানেজার সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার উত্তর কান্ড পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জাতীয় মহিলা সংস্থার মাঠ সংগঠক সঞ্জয় কুমার ভদ্রকে আটক করেছে পুলিশ।আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তিনি জানান, একজন প্রার্থী গতকাল রাতে প্রেজাইডিং অফিসারকে ৫ হাজার, সহকারী প্রিজাইডিং অফিসার দুইজনকে ৪ হাজার টাকা করে দিয়ে যায় বলে স্বীকার করেছেন তারা। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং চাকরিচ্যুত করার প্রস্তাব করা হবে বলেও জানান তিনি।এ দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া মধ্য দিয়ে চলছে বরিশালের আলোচিত গৌরনদী পৌরসভার উপ-নির্বাচন। নির্বাচনের শুরুতেই দক্ষিণ পালরদী মৎস্যবীজ উপাদান খামার ভোট কেন্দ্রের সামনে নারকেল গাছ প্রতীকের আলাউদ্দিন ভুইয়া ও মোবাইল ফোন মার্কার জয়নাল আবেদিনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাকবিতন্ডা শুরু হয়। এ সময় সাবেক দুই কাউন্সিলরসহ দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়।এছাড়া বিভিন্ন ভোটকেন্দ্রে এজেন্ট ও ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভোট গ্রহণ শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রের সামনে জয়নাল আবেদিনের লোকজন হাত বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ফলে শুরু থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম আলাউদ্দিন ভুইয়া।অন্যদিকে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলাউদ্দিন ভুইয়ার বিরুদ্ধে তার এজেন্ট বের করে দেয়ার অভিযোগ আনেন মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদিন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান