মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান ভাষা শহীদ দিবস পালন
বরিশাল প্রতিনিধি: আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে মেহেন্দিগঞ্জের উপজেলা প্রশাসন নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে।শুক্রবার সকাল ৮টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে মেন্দিগঞ্জের উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক ছাত্রছাত্রীরা।সকাল ১০টায় মেন্দিগঞ্জ উপজেলার অডিটোরিয়াম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন এবং গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু করা হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস এম মশিউর রহমান।অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপজেলা শাখার আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিমসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।আলোচনা সভার শেষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন আলোচনা সভার সভাপতি মেহেন্দিগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস এম মশিউর রহমান।