• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩৯:২৩ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৩৯:২৩ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে মেঘনা নদী থেকে নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার

হিজলা (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হওয়া নিখোঁজ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ১০ মার্চ হিজলা উপজেলার গঙ্গাপুর নামক ঘাট থেকে রাত ৮টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সম্রাট-২ নামক একটি যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে নিখোঁজ হন তারা।নিহতরা হলেন, উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামের আ. রহমান মাঝির স্ত্রী তানিয়া বেগম (২৬) ও তার শিশুকন্যা রাবেয়া(৩)।  সম্রাট-২ এর কেবিনবয় কামাল জানান, লঞ্চের ২১০ নাম্বার সিঙ্গেল কেবিনের যাত্রী ছিলেন তারা। রাত আনুমানিক সাড়ে ১১টা পর্যন্ত গৃহবধূ তানিয়া বেগম ও শিশুকন্যা রাবেয়াকে কেবিনে দেখেছেন তিনি। ভোররাতে ঘুম থেকে উঠে অনেক খোঁজাখুঁজির পরেও তাদের আর পাওয়া যায়নি। কেবিনে শুধুমাত্র একটি বোরকা ও তার পার্স পাওয়া গেছে।স্থানীয়রা জানায়, ১১ মার্চ সকাল ৮টার দিকে শরীয়তপুর জেলার ঘোসাইরহাট থানাধীন মেঘনা নদী তীরবর্তী স্থানে ২টি মরদেহ ভাসতে দেখা যায়। পরে তারা পুলিশকে খবর দেয়। ঘোসাইরহাট থানা পুলিশ মরদেহ ২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠায়।হিজলা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, মরদেহ উদ্ধারের ঘটনাস্থল আমাদের হিজলা থানার বাইরে। যেখানে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে মামলা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান