দুই মাস পর পুনরায় চালু হলো তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: প্রায় দুই মাস পর চালু হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।রক্ষণাবেক্ষণ কাজ শেষে ৬ জানুয়ারি সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।