চরফ্যাশনে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের হাতে গ্রেফতার
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন মেঘনা নদীর তীরে এক তরুণীকে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের ঘটনায় মামলার প্রধান আসামি নিবিড়কে গ্রেফতার করেছে র্যাব।২০ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে র্যাব-৮ অভিযান পরিচালনা করে দুলার হাট থানাধীন নিলকমল ইউনিয়ন পাঙ্গাশিয়া লঞ্চঘাট থেকে তাকে গ্রেফতার করা হয়।র্যাব সূত্র জানায়, ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে এক বছর পরে ধর্ষক তার নিজ ফেসবুকে আপলোড দেয়। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে দক্ষিণ আইচা থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। মামলার পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের মাধ্যমে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। এই মামলার পাঁচ আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব।র্যাব সূত্র আরও জানায়, আসামি নিবিড়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলার দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে।