পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের নিহত হয়েছেন।১৭ ফেব্রুয়ারি সোমবার সকাল ৮টায় পিরোজপুর-ঢাকা মহাসড়কের নাজিরপুরের রুহিতলাবুনিয়া কবিরাজ বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- নাজিরপুর উপজেলার চালিতাবাড়ী গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) ও তার ছেলে ইয়াত মোল্লা (১৫)। এসময় গুরুতর আহত ভ্যান চালক মইন শেখ (১৫)।পরিবার ও স্থানীয় সূত্রে জানা জায়, সকালে ঢাকাগামী ইমাদ পরিবহন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান গাড়ির পিছন থেকে ধাক্কা দিলে গাড়িতে থাকা ৩ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মো. মশিউর রহমান তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করেন। সেখানকার দায়িত্বরত চিকিৎসক পিতা-পুত্রকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বাস দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।