• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৪৯:০৯ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:৪৯:০৯ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

তালতলীতে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।২৩ মার্চ রোববার সকাল ৮টায় পুলিশ মরদেহ উদ্ধার করা করে।নিহত ওই যুবকের নাম মো. ইউসুফ (৪৫) তিনি উপজেলার ৫ নং বড়বগী ইউনিয়নের উত্তর কাজির খালের বাসিন্দা ও একই এলাকার আদম আলী মুন্সির ছেলে।স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে পারিবারিকভাবে নিশান বাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে রাবেয়া বেগমের সাথে পার্শ্ববর্তী বড়বগী ইউনিয়নের উত্তর কাজীরখাল গ্রামের আদম আলী মুন্সির ছেলে ইউসুফ বংশের সাথে বিবাহ হয়।তাদের সংসারে একটি ছেলে একটি মেয়ে রয়েছে। বিগত কয়েক বছর পূর্বে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামীর সাথে ঝামেলা চলে আসছিল। এনিয়ে বিভিন্ন সময় তাদের দুজনের সাথে কথা কাটাকাটি হাতাহাতি পর্যন্ত হত। গতকাল তারাবির নামাজ পড়ে ইউসুফ মুন্সী তার স্ত্রীর পাশে ঘুমিয়ে পড়েন সকালে উঠে স্ত্রী দেখতে পান স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে নিহত ইউসুফ মুন্সির স্বজনরা জানান ইউসুফ মুন্সিকে মেরে ঝুলিয়ে রেখেছে তার স্ত্রী।  নিহতের স্ত্রীর দাবি তার স্বামী অর্থনৈতিক সংকটের কারণে আত্মহত্যা করতে পারে বলে জানানো তিনি।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল জানান, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছে। একটু পরে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনার জেনারেল হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্টের পর বলা যাবে একটি হত্যা না আত্মহত্যা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান