বামনায় বেড়িবাঁধ নির্মাণ শুরু, স্বস্তিতে এলাকাবাসী
বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের বিষখালি নদীর তীরে চলাভাঙায় বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।৮ মার্চ শনিবার দুপুরে এ বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. রাশেদ খান মামুন।এ সময় বক্তব্য রাখেন ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আবু সালেহ হাওলাদার।এছাড়া, উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য রিনা বেগম, বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।ইউনিয়ন পরিষদের তহবিল থেকে প্রায় দেড় লাখ টাকায় এ বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে।এ বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হলে ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙার বৃহৎ একটি এলাকা প্লাবিত হওয়া থেকে রক্ষা পাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।