• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫০:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫০:১৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

এশিয়ান টেলিভিশনের সাংবাদিক শাকিল হত্যাচেষ্টা মামলার আসামী গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি মো. ইব্রাহিম খান শাকিলের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামী মো. মামুন খান (১৯)-কে গ্রেফতার করেছে পুলিশ।১৬ জানুয়ারি সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার গবিন্দপুর গ্রামের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।গ্রেফতার মামুন খান ওই গ্রামের মৃত হাতেম খানের পুত্র।এর আগে, গত ৭ আগস্ট রাত ৮টার দিকে নাচনমহল ইউনিয়নের গবিন্দপুর বাজার সংলগ্ন এলাকায় মাদক কারবারিদের নিয়ে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিক শাকিলের উপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে ওই ঘটনায় ১৯ আগস্ট ঝালকাঠির বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮জনের নাম উল্লেখ করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। শুনানি শেষে বিজ্ঞ আদালত নলছিটি থানায় এজাহার গ্রহণের নির্দেশ প্রদান করেন। গত ২৪ আগস্ট নলছিটি থানায় এজাহার গ্রহণের পর আসামীরা পলাতক ছিল।গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামী মামুন খানের উপস্থিতি টের পেয়ে নলছিটি থানার উপ-পরির্দশক শহিদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় গবিন্দপুর গ্রামে তার বসতঘর থেকে আসামী মামুন খানকে গ্রেফতার করা হয়।নলছিটি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুরাদ আলী বলেন, গ্রেফতার মামুন খানকে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান