• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:০২:৪১ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১১:০২:৪১ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

পীরগাছায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

রংপুর প্রতিনিধি: ২৬ মার্চ বুধবার ৫৫তম মহান স্বাধীনতা দিবস ও গৌরবময় জাতীয় দিবস। জাতী আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে সেই বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিমযে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে।  দিবসটি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও রংপুরের পীরগাছায় নানান কর্মসূচি পালন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে পীরগাছা কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।শহীদ মিনারে একে একে শ্রদ্ধা নিবেদন করে পীরগাছা উপজেলা প্রশাসন, থানা পুলিশ,  বিএনপি, এনসিপি, রিপোর্টার্স ক্লাব, কলেজ, আনসার, ফায়ার সার্ভিস, মেডিক্যাল, সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান।পরে শহীদদের উদ্দেশ্যে নিরবতা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ আবু সুফিয়ান।  এ সময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতিসাম, অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ প্রমুখ।সকাল নয়টায় পীরগাছা জে এন স্কুল মাঠে কুজকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রশাসন। পরে বিভিন্ন ধর্মীয় উপসানালয়ে দেশ ও জাতির শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান