রাজীবপুরে ৯ বছর পর বিএনপির কমিটি গঠন
রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে। নতুন ঘোষিত এই কমিটিতে সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোখলেছুর রহমানকে আহ্বায়ক ও আব্দুল হাইকে সদস্যসচিব ঘোষণা করা হয়েছে।৪ মার্চ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নবগঠিত কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোখলেছুর রহমান। জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়।এছাড়া ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক মিরণ মো. ইলিয়াস, গোলাম মোস্তফা, সাব্বির হোসেন মন্ডল, আনোয়ার হোসেন (নৌবাহিনী), ওমর আলী ব্যাপারী এবং মাহাবুব রশিদ মন্ডল, হাফিজুর রহমান (আর্মি), কে.এম ওসমান খন্দকার, আনোয়ার হোসেন আনু, প্রভাষক কবীর মনিরুজ্জামান মিলন, রেজাউল কবির দুলাল, আমিনুর রহমান, হায়দার আলী, ফরিদুল ইসলামসহ ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটির আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন তারেক রহমানের নির্দেশে কমিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।