গাইবান্ধায় সেনাবাহিনীর অভিযানে আটক ৮
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে সেনাবাহিনী।১৫ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলায় এ অভিযান চালায় অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।অভিযান সূত্রে জানা যায়, পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের ভিতরের দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে জুয়া খেলার বিপুল সামগ্রী ও নগদ ৮-৯ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের সঙ্গে থাকা বাটন মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড ফোন জব্দ করা হয়। পরে আটক ৮ জনকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়।সদর থানার সহকারী উপ-পরিদর্শক নূরনবী সরকার জানান, সেনাবাহিনীর হাতে আটক ৮ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। নাম-পরিচয় বিস্তারিত পরে জানানো হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।