• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৮:০০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই চৈত্র ১৪৩১ সকাল ১০:৫৮:০০ (01-Apr-2025)
  • - ৩৩° সে:

১০ বছরের শিশু বলাৎকারের অভিযোগে ফুলছড়িতে এক বৃদ্ধ গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধায় ১০ বছরের এক শিশুকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।১৭ মার্চ সোমবার বিকেলে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে বিষা শেখকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, সোমবার দুপুর ২টার দিকে হরিচন্ডপুর গ্রামের নিজের ভুট্টার জমিতে ওই শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে বলাৎকার করে বিষা শেখ।অভিযুক্ত বিষা শেখ উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের হরিচন্ডপুর গ্রামের মৃত হোসেন মুন্সি ওরফে খছর মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ১০ বছরের শিশুটি কিসামত আলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। দুপুরে শিশুটিকে কৌশলে ভুট্টার জমিতে ডেকে নেয় বিষা শেখ। পরে তিনি শিশুটিকে বলাৎকার করেন। বিষয়টি তাৎক্ষণিক শিশুটির পরিবার ও স্থানীয়রা জানতে পেরে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিষা শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত বিষা শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।শিশু বলাৎকারের ঘটনার খবর পেয়ে থানায় ফুলছড়ি উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোনোয়ার হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পুন্ন করাসহ আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। একই সঙ্গে ভিকটিমের পরিবারের পাশে থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হবে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান