সুন্দরগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্টা, মসুর, সরিষা, খেসারি, অড়হর, গম বীজ ও সার বিতরণ করা হয়েছে।১৮ নভেম্বর সোমবার সকালে উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ বীজ ও সার বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি) আহ্বায়ক মো. বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক মাহমুদ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, এসএপিপিও সাদেক হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, সাংবাদিক মোকছেদ আল মামুন, রেদওয়ান মিয়া, গোলজার হোসেন, জয়ন্ত সাহা যতন, মিজানুর রহমান, আসাদুল ইসলাম, সাইফুল আকন্দ, বেলাল হোসেন শামিম পারভেজ প্রমুখ।শেষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার প্রায় ৪৩শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন অতিথিগণ।