• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩০:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৩০:০৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

গ্রীণ ভয়েস হাবিপ্রবির নেতৃত্বে আজমেরী-মারুফ

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'গ্রীণ ভয়েস- পরিবেশবাদী যুব সংগঠন' এর আগামী ১ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।২৮ অক্টোবর সোমবার গ্রীণ ভয়েস কেন্দ্রীয় পরিষদের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উম্মে আজমেরী তুজ জাহান কণাকে সভাপতি ও মো. মারুফ হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।নবনির্বাচিত সভাপতি উম্মে আজমেরী তুজ জাহান কণা বলেন, বাংলাদেশের প্রথম পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েস। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ সংগঠনটি কাজ করে চলছে প্রাকৃতিক পরিবেশ রক্ষায়। এর পাশাপাশি একজন মানুষকে পরিপূর্ণ মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা পালন করছে। আমাদের গ্রীণ ভয়েস তারুণ্যের স্বপ্নে ভরপুর যারা স্বপ্ন দেখে একটি সবুজ পৃথিবী বিনির্মাণে, যেখানে মুক্তভাবে বিচরণ করবে প্রতিটি প্রাণ। এমন একটি পরিবারের সদস্য হয়ে প্রকৃতি, পরিবেশ ও জীবনের সেবায় নিয়োজিত হতে আমি বদ্ধপরিকর।সাধারণ সম্পাদক মো. মারুফ হাসান বলেন, আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং পরিবেশ সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ নিতে কাজ করবো। শুধু পরিবেশ সুরক্ষা নয়, সদস্যদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সুরক্ষা সেশন আয়োজন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ রক্ষায় কাজ করবো।উল্লেখ্য, 'যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে' স্লোগানে ২০০৫ গ্রীণ ভয়েস যাত্রা শুরু করে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান